Facebook of The Voice of Indonesia
Wednesday, September 8, 2021
Monday, September 6, 2021
VOI update participants who have registered for Virtual Meeting
We update participants who have registered for VOI Listener Virtual Meeting "Hello Listeners!".
If your name is not registered yet, register immediately. We are waiting for you.
See you soon.
Friday, September 3, 2021
VOI update participants who have registered for Zoom Meeting
Dear Listeners,
We update participants who have registered for VOI Listener Virtual Meeting "Hello Listeners!".
Who have registered for VOI Listener Virtual Meeting "Hello Listeners"
Thursday, September 2, 2021
Wednesday, September 1, 2021
Thursday, August 19, 2021
ইন্দোনেশিয়ার ৭৬তম স্বাধীনতা দিবসে ভিওআই-ডিএফবি’র বৃক্ষরোপণ ও আলোচনা সভা
২০ আগস্ট ২০২১ শুক্রবার বিকালে সিলেট সদর উপজেলার শাহপরান বাহুবলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরআরআই-ভিওআই এর জাতীয় শ্রোতা সংগঠন ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সার’স ফোরাম অব বাংলাদেশ (ভিওআই-ডিএফবি) এ কর্মসূচির আয়োজন করে।
ফোরামের সভাপতি ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিওআই-ডিএফবি’র উপদেষ্টা, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ও উন্নয়নসংস্থা সীমান্তিকের চেয়ারম্যান মাজেদ আহমেদ চঞ্চল।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে সে দেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, কূটনৈতিক ভাবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভালো সহযোগিতা বিদ্যমান। আমরা বিশ্বাস করি আগামী বছরগুলিতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং ফলপ্রসূ সহযোগিতার এই ক্রমবর্ধমান বন্ধন আরও সুসংহত হবে। তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া থেকে একটি বাংলা অনুষ্ঠান সম্প্রচারেরও অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাজেদ আহমেদ চঞ্চল বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এবং ভালো সহযোগিতা দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য সামনের বছরগুলোতে আরো উন্নত হবে।
অনুষ্ঠানের সভাপতি দিদারুল ইকবাল বলেন, রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। অপরদিকে ইথার তরঙ্গে দু’দেশের সাধারণ জনগণের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ভিওআই-এর জাতীয় শ্রোতা সংগঠন ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সার’স ফোরাম অব বাংলাদেশ।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির প্রধান অতিথি, বিশেষ অতিথি, ভিওআই-ডিএফবি ও সার্কের নেতৃবৃন্দ “বাংলাদেশ-ইন্দোনেশিয়া মৈত্রী” শিরোনামে কয়েকটি আম, কাঠাল, জাম, পেয়ারা বৃক্ষ রোপন করেন এবং শ্রোতাদের মাঝে চারা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিওআই ডিএক্সার’স ফোরাম অব বাংলাদেশের সাংস্কৃতিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন ও সদস্য আকবর আলী, শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও যুগ্ম সম্পাদক-১ ফয়ছল আহমদ চৌধুরী, হাফিজ সারোয়ার হোসেন চৌধুরী, ক্লাবের ক্ষুদে সদস্য লাবীব ইকবাল ও মাহফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট ছিলো ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ৭৬তম স্বাধীনতা দিবস এবং এবারের প্রতিপাদ্য হল “ইন্দোনেশিয়া রেসিলিয়েন্ট, ইন্দোনেশিয়া গ্রোস অর্থাৎ ইন্দোনেশিয়া স্থিতিস্থাপক, ইন্দোনেশিয়া বৃদ্ধি”।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
সাংস্কৃতিক সম্পাদক
ভিওআই ডিএক্সার’স ফোরাম অব বাংলাদেশVOI Facebook : VOI-DFB
Facebook of The Voice of Indonesia
-
To Director/ Producer/ Announcer Voice of Indonesia (VOI) Jl. Merdeka Barat, 4-5, 4th Floor, Jakarta 10110, Indonesia. E-mai...
-
বাংলাদেশে উদযাপিত হয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া ( আরআরআই )- এর ৭৪তম প্রতিষ্ঠা ...
-
ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ - ইন্দোনেশিয়া মৈত্রী শিরোনামে বৃক্ষরোপণ , চারা বিতরণ ও আলোচনা সভ...