Thursday, August 19, 2021

ইন্দোনেশিয়ার ৭৬তম স্বাধীনতা দিবসে ভিওআই-ডিএফবি’র বৃক্ষরোপণ ও আলোচনা সভা

ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ-ইন্দোনেশিয়া মৈত্রী শিরোনামে বৃক্ষরোপণ, চারা বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট ২০২১ শুক্রবার বিকালে সিলেট সদর উপজেলার শাহপরান বাহুবলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরআরআই-ভিওআই এর জাতীয় শ্রোতা সংগঠন ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সার ফোরাম অব বাংলাদেশ (ভিওআই-ডিএফবি) কর্মসূচির আয়োজন করে। 

ফোরামের সভাপতি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিওআই-ডিএফবি উপদেষ্টা, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক . মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার উন্নয়নসংস্থা সীমান্তিকের চেয়ারম্যান মাজেদ আহমেদ চঞ্চল।    

প্রধান অতিথির বক্তব্যে . মির শাহ আলম ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে সে দেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের অব্যাহত অগ্রগতি সমৃদ্ধি কামনা করে বলেন, কূটনৈতিক ভাবে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভালো সহযোগিতা বিদ্যমান। আমরা বিশ্বাস করি আগামী বছরগুলিতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং ফলপ্রসূ সহযোগিতার এই ক্রমবর্ধমান বন্ধন আরও সুসংহত হবে। তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া থেকে একটি বাংলা অনুষ্ঠান সম্প্রচারেরও অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাজেদ আহমেদ চঞ্চল বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এবং ভালো সহযোগিতা দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য সামনের বছরগুলোতে আরো উন্নত হবে।

অনুষ্ঠানের সভাপতি দিদারুল ইকবাল বলেন, রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। অপরদিকে ইথার তরঙ্গে দুদেশের সাধারণ জনগণের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ভিওআই-এর জাতীয় শ্রোতা সংগঠন ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সার ফোরাম অব বাংলাদেশ।       

বৃক্ষরোপণ চারা বিতরণ কর্মসূচির প্রধান অতিথি, বিশেষ অতিথি, ভিওআই-ডিএফবি সার্কের নেতৃবৃন্দবাংলাদেশ-ইন্দোনেশিয়া মৈত্রীশিরোনামে কয়েকটি আম, কাঠাল, জাম, পেয়ারা বৃক্ষ রোপন করেন এবং শ্রোতাদের মাঝে চারা বিতরণ করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিওআই ডিএক্সার ফোরাম অব বাংলাদেশের সাংস্কৃতিক সম্পাদক সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন সদস্য আকবর আলী, শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন যুগ্ম সম্পাদক- ফয়ছল আহমদ চৌধুরী, হাফিজ সারোয়ার হোসেন চৌধুরী, ক্লাবের ক্ষুদে সদস্য লাবীব ইকবাল মাহফুজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ছিলো ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ৭৬তম স্বাধীনতা দিবস এবং এবারের প্রতিপাদ্য হলইন্দোনেশিয়া রেসিলিয়েন্ট, ইন্দোনেশিয়া গ্রোস অর্থাৎ ইন্দোনেশিয়া স্থিতিস্থাপক, ইন্দোনেশিয়া বৃদ্ধি

 

বার্তা প্রেরক,

তাছলিমা আক্তার লিমা

সাংস্কৃতিক সম্পাদক

ভিওআই ডিএক্সার ফোরাম অব বাংলাদেশ

Saturday, August 14, 2021

Greetings to Indonesia's 76th Independence Day 2021

To

Director/ Producer/ Announcer

Voice of Indonesia (VOI)

Jl. Merdeka Barat, 4-5, 4th Floor,

Jakarta 10110, Indonesia.

E-mail: voi@voinews.id

 

Dear Friends,

On the occasion of the 76th Anniversary of the Independence Day of the Republic of Indonesia, on behalf of the Voice of Indonesia DXER’s Forum of Bangladesh (VOI-DFB) on my own behalf, I would like to convey my warmest congratulations and best wishes to all Voice of Indonesia (VOI)’s Friends and the friendly Indonesian people.

On this auspicious occasion, I would like to wish all VOI Friends good health, happiness, greater success and the friendly Indonesian people continued progress and prosperity.

Best Regards,

DIDARUL IQBAL

Founder President

Voice of Indonesia DXER’s Forum of Bangladesh (VOI-DFB)

House: 336, Section: 7, Road: 2, Mirpur, Dhaka- 1216

Bangladesh

Mobile: +8801711-054985

E-mail: didaruliqbal2@gmail.com

Website: www.voidfb.blogspot.com

============================ 

Dear Sir,

On the occasion of the 76th Anniversary of the National Day of the Indonesia, on behalf of the Voice of Indonesia DXER’s Forum of Bangladesh (VOI-DFB) and on my own behalf, I would like to convey my heartfelt congratulations and best wishes to all staff of VOI and people of Indonesia.

I am confident that the bonds of friendship and good cooperation between the Bangladesh and the Indonesia will be further developed in the years ahead for the mutual benefits of the peoples of our two peoples.

May I take this opportunity to wish all VOI Friends good health, well-being and greater success in noble tasks and the people of Indonesia continued progress and prosperity.

Best Regards,

D. Mir Shah Alam

Adviser 

Voice of Indonesia DXER’s Forum of Bangladesh (VOI-DFB)

Bangladesh

============================ 

Dear Sir,

On the auspicious occasion of the 76th Anniversary of the Independence Day of the Republic of Indonesia, I have a great pleasure to convey my warmest congratulations and best wishes to all staff of the Radio Republik Indonesia World Service Voice of Indonesia (VOI).

I am particularly pleased to note that the friendly relations and good cooperation existing between our two countries diplomatic relations. We believe that in the years to come, this growing bond of friendship and fruitful cooperation between the two countries will be further consolidated.

May I wish all staff of the Voice of Indonesia (VOI) good health, well-being and greater success in noble tasks.

Best Regards,

Taslima Akter Lima

Cultural Secretary   

Voice of Indonesia DXER’s Forum of Bangladesh (VOI-DFB) 

Shanti Nibas, Holding No: 735,

Road No: 01, Bahubal Greenland R/A,

Shahparan, Khadimnagar- 3103,

Sylhet Sadar, Sylhet, Bangladesh

VOI Facebook : VOI-DFB

Facebook of The Voice of Indonesia