Monday, March 16, 2020

"Wonderful Indonesia VOI DX Exhibition" was held in Chattogram

The "Wonderful Indonesia VOI DX Exhibition" was held in Rowzan, Chattogram on the occasion of the 75th Foundation Anniversary of Radio Republik Indonesia (RRI). The Voice of Indonesia DXER's Forum Bangladesh (VOI-DFB) organized the exhibition on March 14 and 15, 2020 at East Kachukhin village, Nowapara, Rowazan in Chattogram.
The president of the organization Mr. Didarul Iqbal inaugurated the "Wonderful Indonesia VOI DX Exhibition".
Speaking at the inaugural address, Mr. Didarul Iqbal said that September 11, 2020 will be celebrated in Indonesia, the 75th anniversary of Radio Republik Indonesia (RRI). On this occasion in Bangladesh we have taken several promotional activities on behalf of the organization. Basically, these programs will highlight the bilateral relationship between Bangladesh and Indonesia and we will try to make it easily for Bangladesh's audience to get more information about Indonesia through RRI Play Go Apps. Besides, one of our goals is to create public opinion in every part of Bangladesh to make Bangla program broadcast as an international language from Radio Republik Indonesia (RRI) in the future. 
During this time, also present as guests were Reiki Center Bangladesh director and distinguished author M Mohiuddin Islam, finance secretary of Boalkhali Press Club Al-Siraj Bhandari, general secretary of South Asia Radio Club - Chattogram District Branch Nur Mohammad, media secretary Md. Mubarak Hossain Bhuiyan and member Mohammad Yousuf, acting principal of Muhammadiya Sunnia Dakhil Madrasa Maulana SM Ayub Badri, teacher pair Box Master, assistant head teacher of Sultanpur High School Mohiuddin Mahim, Abdul Malek, author Sabur Khan, vice-president of Rowzan Writers' Club Dr. Supan Biswas, organizers Sahab Uddin Ahmed, social workers Noor Ahmed Maizwandari, Mohammad Rafiq Uddin and Noor Hossain, member of South Asia Radio Club - Rawzan Branch Mohammad Iqbal Hossain, Mohammad Mostafa Kamal, Mohammad Mizan, Mohammad Forkan, Mohammad Ghias Uddin and others. 
Director of Voice of Indonesia (VOI) Mr. Agung Susatyo, Head of News Department Mrs. Ani Hasanah Mubarok and Mr. Muhammad Suhartono congratulated the leaders of the VOI DXER’s Forum Bangladesh for their success in the VOI DX exhibition held in Bangladesh.
"Wonderful Indonesia VOI DX Exhibition" arranged with materials are, Model Crest of Indonesian Parliament Building, Badge of Wonderful Indonesia (Type 4), T-Shirt (Type 3), Bag (Type 7), Cap (Type 3), ID Card Ribbon (Type 2), Sticker (Type 6), Notebook (Type 2), Diary (Type 3), Leaflet (Type 10), QSL Card (Type 24), Envelope (Type 4), Travel Video (Type 4), Pen (Type 7) Key Rings (types 3), mugs, program Schedule, certificates, various magazines, Indonesian constitution and various magazines, Indonesia travel maps and guides, various travel books, calendars, hand-fan, computer mouse pads, magnetic maps, clocks, files, Pads, etc.
The VOI DXER’s Forum representatives encouraged every visitor to listen to the Voice of Indonesia Radio program through the RRI Go apps, and also encouraged to travel to Indonesia to enjoy the beauty of Indonesia's wonderful natural paradise.

চট্টগ্রামে “ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া ভিওআই ডিএক্স প্রদর্শনী” অনুষ্ঠিত

রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছেওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া ভিওআই ডিএক্স প্রদর্শনী
গত ১৪ ও ১৫ মার্চ ২০২০ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পূর্ব কচুখাইন গ্রামে এই প্রদর্শনীর আয়োজন করে ভয়েস অব ইন্দোনেশিয়ার বাংলাদেশস্থ জাতীয় শ্রোতা সংগঠন ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সার’স ফোরাম বাংলাদেশ (ভিওআই-ডিএফবি)।     
সংগঠনের সভাপতি দিদারুল ইকবাল দু’দিন ব্যাপী ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া ভিওআই ডিএক্স প্রদর্শনী”-র উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে দিদারুল ইকবাল বলেন, আগামী ১১ সেপ্টেম্বর ২০২০ ইন্দোনেশিয়ায় উদযাপিত হবে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে বাংলাদেশে আমরা সংগঠনের পক্ষ থেকে প্রচারনামূলক বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। মূলত এসব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক তুলে ধরা হবে এবং আরআরআই প্লে গো অ্যাপসের মাধ্যমে ইন্দোনেশিয়া সম্পর্কে যাতে বাংলাদেশের শ্রোতারা আরো বেশি তথ্য সহজে পেতে পারে আমরা তা জানানোর চেষ্টা করবো। এছাড়া আমাদের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে, আগামীতে যাতে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া থেকে আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা হয় সে সম্পর্কে বাংলাদেশের প্রতিটি প্রান্তে জনমত সৃষ্টি করা।  
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেইকি সেন্টার বাংলাদেশের পরিচালক ও বিশিষ্ট লেখক এম মহিউদ্দিন ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক আল সিরাজ ভান্ডারী, সাউথ এশিয়া রেডিও ক্লাব – চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মিডিয়া সম্পাদক মো: মোবারক হোসেন ভূঁইয়া ও সদস্য মোহাম্মদ ইউসুফ, মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এস এম আইয়ুব বদরী, শিক্ষক পেয়ার বক্স মাস্টার, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মহিউদ্দিন মহিম, মোহাম্মদ আব্দুল মালেক, লেখক সবুর খান, রাউজান রাইটার্স ক্লাবের সহ-সভাপতি ডা. সুপন বিশ্বাস, সংগঠক সাহাব উদ্দীন আহমদ, সমাজসেবক নূর আহমদ মাইজভান্ডারী, মোহাম্মদ রফিক উদ্দিন ও নূর হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব – রাউজান শাখার সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমূখ।  
ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া ভিওআই ডিএক্স প্রদর্শনীর সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন, ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই) এর পরিচালক আগুং সুসাত্যো, নিউজ বিভাগের প্রধান আনী হাসানাহ মুবারক এবং মুহাম্মদ রৌগে সুহার্তন।
ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া ভিওআই ডিএক্স প্রদর্শনীস্টল ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ভবনের মডেল ক্রেস্ট, ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া ব্যাজ (৪ প্রকার), টি-শার্ট (৩ প্রকার), ব্যাগ (৭ প্রকার), ক্যাপ (৩ প্রকার), আইডি কার্ড ফিতা (২ প্রকার), স্টিকার (৬ প্রকার), নোটবুক (২ প্রকার), ডায়েরি (৩ প্রকার), লিফলেট (১০ প্রকার), কিউএসএল কার্ড (২৪ প্রকার), খাম (৪ প্রকার), পর্যটন বিষয়ক ভিডিও (৪ প্রকার), কলম (৭ প্রকার), চাবির রিং (৩ প্রকার), মগ, অনুষ্ঠান সূচি, সার্টিফিকেট, বিভিন্ন ম্যাগাজিন, ইন্দোনেশিয়ার পার্লামেন্টের সংবিধান ও বিভিন্ন ম্যাগাজিন, ইন্দোনেশিয়া ভ্রমণ বিষয়ক ম্যাপ ও গাইড, পর্যটন সংক্রান্ত বিভিন্ন বই, ক্যালেন্ডার, হাতপাখা, কম্পিউটার মাউস প্যাড, ম্যাগনেটিক ম্যাপ, ঘড়ি, ফাইল, প্যাড, ইত্যাদি সামগ্রী দিয়ে সাজানো হয়।         
প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের আরআরআই গো অ্যাপসের মাধ্যমে ভয়েস অব ইন্দোনেশিয়ার রেডিও অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধ করা হয় এবং দর্শকদের ইন্দোনেশিয়ার বিস্ময়কর প্রাকৃতিক স্বর্গের সৌন্দর্য উপভোগ করতে ইন্দোনেশিয়া ভ্রমণে যেতে উৎসাহিত করা হয়।  





VOI Facebook : VOI-DFB

Facebook of The Voice of Indonesia